করোনা আতঙ্কের সুযোগে অধিক মুনাফার চেস্টা ভোলায় ১১৮ জনের জরিমানা হোম কোয়ারেন্টিনে ২০১

ভোলা টাইমস্ ডেস্ক  ॥ ‘করোনা ভাইরাস’ আতঙ্কের সুযোগে বেশি দামে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রির অভিযোগে ভোলায় ৩৮ ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত চার দিনে একই অভিযোগে ১১৮ ব্যবসায়ীর জরিমানা আদায় করা হল। এছাড়াও বোরহানউদ্দিনে হোম কোয়ারেন্টিন না মানায় এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলাসহ জেলার সাত উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংয়ে নামেন। এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করে আদায় করা হয়। এদের মধ্যে শুধু সদর উপজেলাতেই ২৯ ব্যবসায়ী থেকে তিন লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় বোরহানউদ্দিনে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত। এ নিয়ে গত চার দিনে ১৪ প্রবাসীকে ৮৪ হাজার জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার আকিব ওসমান বলেন, বাজার মনিটরিং করতে জেলার সব উপজেলায় নিয়মিত অভিযান চলছে। এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সাত উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জনসহ ২০১ জনকে হোম কোয়ারেন্টিনে রাো হয়েছে। এদের মধ্যে সদরে ৪৭, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৩৪ জন, তজুমদ্দিনে ৫০ জন, চরফ্যাশনে ১২ জন ও মনপুরায় ২৩ জন। নতুনদের মধ্যে সদরে ১৪, লালমোহনে ১, চরফ্যাশনে ১ ও মনপুরায় পাঁচজন রয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনা পরিস্থিতি এখন পর্যন্ত ভাল রয়েছে। করোনা রোগীদের জন্য জেলার সাত হাসপাতালে আটটি আইসলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক কার্যারলের সূত্রে জানা যায়, গত ১৪ দিনের জেলার সাত উপজেলায় ৭৩৫ জন প্রবাসী ভোলায় এসেছে। এদের মধ্যে ভোলা সদরে ৯৯ জন, তজুমদ্দিনে ৬৮ জন, মনপুরায় ১৩ জন, লালমোহন ৮৯ জন, দৌলতখানে ৫২ জন, চরফ্যাশনে ১৪৪ জন ও বোরহানউদ্দিন উপজেলায় ১৬৩ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছে ২০১ জন।