ভোলায় ডিবির এসআই শান্তনুর পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

ভোলা টাইমস্ ডেস্ক  ॥ গতকাল ২০/০৩/২০২০ খ্রিঃ দুুপুর ১২:৪৫ ঘটিকায় এসআই/ শান্তনু দেবনাথ ও সংগীয়  ফোর্স জেলা গোয়েন্দা শাখা, ভোলা। সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা  চরপাতা ০৪ নং ওয়ার্ডে অভিযান করিয়া ১। মো: নজরুল ইসলাম (৩৪), পিতা- মৃত আবু তাহের পাঠান, সাং- পশ্চিশ ইলিশা চরপাতা ০৪ নং ওয়ার্ড, থানা ও জেলা- ভোলাকে ০৭ (সাত) পিচইয়াবা সহ আটক করেন।তাদের বিরুদ্ধে মাদক  আইনে মামলা হয়েছে। একই রাতে এসআই/ শান্তনু দেবনাথ ও সংগীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা, ভোলা। সদর মডেল থানাধীন রতনপুর শিবপুর ইউনিয়ন ০৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মোঃ মমিনুর রহমান (২১), পিতা- আ: রাজ্জাক জীবন, ২। সুমন চন্দ্র শীল (২৮), সাং- দক্ষিণ চন্দ্র শীল, উভয় সাং মধ্যরতনপুর ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলাদেরকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ আটক করেন।