করোনা সচেতনতা: লালমোহনের দুর্গম চরে পুলিশের প্রচারণা

হাসান পিন্টু,॥ করোনা প্রতিরোধে চরাঞ্চলের বাসিন্দাদের সচতেন করতে প্রচারণা চালিয়েছেন ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। গত শুক্রবার দিনভর উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের চর-কচুয়াখালীর বাসিন্দাদের সচেতন করতে তাদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, চরাঞ্চলের বাসিন্দারা শহরের মানুষ থেকে অনেকটা পিছিয়ে। সঠিক তদারকির জন্য তাদের অনেক কিছু সর্ম্পকে তেমন ধারণা নেই। তাই সম্প্রতি চলমান করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করতে এ জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদের জনসচেতনতামূলক এ প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার এসআই শওকত জামিল প্রমুখ।