আদালতের নিষেধাজ্ঞায় বৃদ্ধাঙ্গুলী লালমোহনে জোরপুর্বক ঘর নিমার্ণের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞায় বৃদ্ধাঙ্গুলী  লালমোহনে জোরপুর্বক ঘর নিমার্ণের অভিযোগ

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের ইসমাইল ও হারুন ঘরের এ কাজ করেন। অভিযোগে জানা গেছে, রায়রাবাদ গ্রামের স্কুল শিক্ষক রেজাউল করিম এসএ ৯০৯ নং খতিয়ানের মালিক মো. হোসেনের পুত্র আবুল হোসেনর কাছ থেকে ২০০২ সালে জমি ক্রয় করেন। উক্ত জমি ওই এলাকার ধলু মিয়া গংরা আদালত থেকে রায় পায়। রায়ের বিরুদ্ধে ডিকরি রোধের মামলা করেন রেজাউল করিম। ওই মামলা নিষ্পত্তি না হতে ধলু মিয়া গংরা জমি বিক্রি করে দেন এলাকার ইসমাইল ও হারুনের কাছে। বর্তমানে তারা জমিতে পাঁকা ভবন নির্মাণ করতে গেলে রেজাউল করিম এডিএম কোর্টে মামলা করেন। মামলা নং: এমপি-১০৪/২০। এতে আদালত নিজ নিজ অবস্থানে থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারী করেন। তবুও ইসমাইল ও হারুন কাজ চলমান রাখেন বলে অভিযোগ করেন রেজাউল করিম। তবে ইসমাইল ও হারুন জানান, তারা আদালতের নির্দেশ পেয়ে কোনো কাজ করছেন না। কেবল রাস্তার ওপর কিছু বালি থাকায় তা ভিতরে নিয়ে রাখছেন।