23 March 2020 , 10:08:10 প্রিন্ট সংস্করণ
রাকিব হোসেন,
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা বোরহানউদ্দিন এর কাচিয়া ০৬ নং ওয়ার্ড এর অলিউল্লা হাওলাদার বাড়ির, এর ২২ শে মার্চ রোববার রাত্রে, পুকুরে কেবাকাহারা বিষপ্রয়োগ করে, পুকুরের সম্পূর্ণ মাছ মেরে ফেলেছে। সুত্রে জানাযায়, আঃ রহমান হাওলাদার , এই ০৬ নং ওয়ার্ডের বাসিন্দার সেখানেই তার জন্মস্থান । সে কৃষি কাজ করেই সংসার চালায়, তারসাথে কাহারও কোন শত্রুতামি নেই। কিন্তু ২২শে মার্চ রোববার রাত্রে তার পুকুরে বিষপ্রয়োগ করে দিয়ে কেবা কারা শত্রুতামি করে, তার পুকুরের মাছ মেরে ফেলে। রহমান হাওলাদার বলেন, আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই, কৃষি কাজ করে এক লোক হঠাৎ আমাকে ডেকে বলছে যে, আপনার পুকুরের মাছ মরে বেশে উঠেছে, তখন তাৎক্ষণিক আমি সেই পুকুরের কাছে গিয়ে দেখি, আমার পুকুরের সব মাছ মরে পুরো পুকুরে ভেসে উঠে, তাতে আমার ১ লক্ষ ৫০হাজার টাকার মাছ ক্ষতি হয়েছে। সে আরোও বলেন আমি পুকুর থেকে পানি রেখে দিয়েছি সেই পানি পরিক্ষা নিরিক্ষা করে, তার পর এই ব্যাপারে ব্যবস্থা নিবেন। পুকুরে থাকা রুই,কাতল,পাংগাস সহ বহু জাতীয় মাছ ছিলো, সেই পুকুরে এবং এই অবস্থা দেখে দিশেহারা অবস্হায় আঃ রহমান এর পুরো পরিবার।