ভোলা জেলা দায়রা জজের মূল ফটকে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

ভোলা টাইমস্ ডেস্ক  ॥ ভোলা জেলা দায়রা জজ আদালতে আগত প্রত্যেককেই জীবণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে জেলা দায়রা জজ । মঙ্গলবার সকালে সরেজমিনে আদালত প্রাঙ্গণে গেলে দেখা যায় চিত্র,পুরো বিশ্ব যখন আজ হুমকির মুখে ,বিশ্বের উন্নত দেশগুলোতে যখন লাশের মিছিল আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তখন আমাদের ভেতরটা কেঁপে উঠছে । আসলে আমরা কতটা সচেতন উন্নত দেশগুলোর তুলনায়…? আদালত প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন সত্যিই আমরা জানতাম না, এখানে এসে দেখতে পেয়ে প্রথমে বুঝতে পারিনি পরবর্তীতে যখন জানতে চাইলাম ,তখন পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আমরা বাড়িতে গিয়ে এখন থেকে এই কাজটি করব নিজেকে ও নিজের পরিবারকে ভালো রাখার জন্য । অনেকেই জজ সাহেবকে ধন্যবাদ জানিয়েছে এরকম একটি সচেতনামূলক উদ্যোগ নেয়ার জন্য । আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া ।