24 March 2020 , 2:29:40 প্রিন্ট সংস্করণ
মোঃ কামাল হোসেনঃঃ
ভোলায় আবারও ট্রলির ধাক্কায় এক বৃদ্ধ ও ট্রলির হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ট্রলির চালক। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম জয়নাল আবেদীন (৮০)। সে ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে ও হেলপার অদুদ একই গ্রামের মৃত কালু মিয়ার বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি তার বাড়ির সামনের পাকা সড়কের পাশে বসা অবস্থায় ছিলেন। সেসময় ঘাতক ট্রলিটি পান্না ইট ভাটা থেকে ইট বোঝাই করে ভোলার দিকে যাওয়ার পথে পথিমধ্যে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। অপরদিকে আহত হেলপারকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালক পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।উল্লেখ যে চলতি মাসের ১১ তারিখে ভোলা লক্ষ্মীপুর মহাসড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে নিষিদ্ধ এসব যানবাহনের কারণে মাঝেমধ্যেই ঘটছে অনেক বড় দুর্ঘটনা এসব দুর্ঘটনা থেকে জনসাধারণের জানমালের নিরাপত্তা চেয়েছেন সচেতন নাগরিক।