করোনা প্রতিরোধে ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও উদ্বোধন

আল মামুন ::

প্রাণ ঘাতিক কোরনা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ফুলবাড়ী পৌরসভা উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও  উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক পৌরসভার প্রবেশ মুখে সাবান দিয়ে হাত ধোয়া, শরীরের তামপাত্রা মাপা ও জীবানু নাশক স্প্রে চালিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, শহরের প্রায় ২০০টি গুরুপ্তপূর্ণ স্থানে অস্থায়ী বেসিং বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, অতিরিক্ত পরিছন্নকর্মী দিয়ে শহরের জীবানু নাশক স্প্রে-করা, প্রতিটি মোড়ে করোনা ভাইরাস বিষেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং, ব্যানার পোস্টার লাগানো, লিফলেট বিতরণসহ নানা কর্মসুচীর গ্রহন করা হয়েছে। আমরা সরকারে নির্দেশনা মোতাবেক সকল ব্যবস্থা নিয়ে রেখেছি। সকলকে সরকারের নেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি। এসময় পৌরসভার সকল কমিশনার ও কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।