24 March 2020 , 3:23:01 প্রিন্ট সংস্করণ
সীমান্ত হেলাল ॥
ভোলার মনপুরায় করোনা ভাইরাস সংক্রামণরোধে সকল বাজারের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। শুধুমাত্র ফার্মেসী, মুদি দোকান, তরকারি, মাছ ও মাংসের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গ্রাম অঞ্চলের মানুষ হাট বাজারের বসে আড্ডা দেয়ার ফলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। জনসমাগম পুরোপুরি নিয়ন্ত্রনে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পরে মাইকিং করে এই নির্দেশনা মেনে চলার জন্য জনগণ ও ব্যবসায়ীদের সর্তক করা হয়। এছাড়াও জরুরী সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাদুড় মুক্ত করন, বিদেশ ফেরতদের তালিকা তৈরী ও বিদেশ ফেরতদের হোম কোয়ারন্টাইন নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মনপুরার সকল বাজারের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফার্মেসী, মুদি দোকান, তরকারি, মাছ ও মাংসের দোকান স্বল্প পরিসরে খোলা থাকবে। উল্লেখ্য, মনপুরার ৪ টি ইউনিয়নের অনেক লোক বিদেশে কর্মরত আছেন। এদের মধ্যে অনেকে করোনা আতংকে দেশে ফিরছেন। এই পর্যন্ত ভারত থেকে ১৫ জন, ওমান থেকে ৫ জন, সৌদিআরব থেকে ১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ জন, মালেশিয়া থেকে ১ জন ও সিঙ্গাপুর থেকে ১ জন সহ মোট ২৬ জন বিদেশ ফেরত রয়েছেন। প্রতিনিয়িত এই তালিকা দীর্ঘ হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন বিদেশ ফেরত ও স্থানীয়দের মধ্যে করোনার উপসর্গ বা লক্ষণ দেখা যায়নি।