জেএসসিতে লালমোহন হা-মীমের ১৫ ট্যালেন্টফুলসহ ৪৩ টি বৃত্তি লাভ


লালমোহন প্রতিনিধি:
দৈনিক ভোলাটাইমস্: :  ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় ৪৩ টি বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৫ টি ট্যালেন্টফুল ও ২৮ টি সাধারণ বৃত্তি। একই সাথে উপজেলায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ অষ্টম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এবছর লালমোহন হা- মীম থেকে জেএসসিতে অংশগ্রহণ করে ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৬৫ জন জিপিএ-৫ অর্জন করে।এছাড়াও লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ টি ট্যালেন্টফুলসহ ৫ টি সাধারণ বৃত্তি পেয়েছে। লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ টি সাধারণ বৃত্তি পায়। ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ টি ট্যালেন্টফুলসহ সাধারণ ৬ টি বৃত্তি পেয়েছে।