26 March 2020 , 3:54:47 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলাটাইমস্ : : করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতায় ভোলা শহরের উকিলপাড়ায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত স্বল্প পরিসরে বাড়ি বাড়ি ব্লিসিন মিশ্রিত পানি স্প্রে করা হয়। বিডিক্লিনের সহায়তায় স্ব উদ্যোগে স্থানীয় কয়েকজন যুবক এ উদ্যোগ নেন। এ সময় বিডিক্লিনের সহ-সমন্বয়ক রাজন, কার্যনির্বাহী সদস্য জালাল আকবরী শিবলী, প্রধান সমন্বয়ক শিমুল হাওলাদার, রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন। তারা মঙ্গলবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিডিক্লিনের কর্মসূচিতে অনুপ্রানিত হয়ে পটুয়াখালী নিবাসী জনৈক জসিম উদ্দিন তাদেরকে অনুদান হিসেবে ২টি স্প্রে মেশিন প্রদান করেন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য জালাল আকবরী শিবলী জানান, তারা শুক্রবার সকালে সদর রোডেও এ কার্যক্রম শুরু করবেন।