27 March 2020 , 8:09:52 প্রিন্ট সংস্করণ
মোরশেদ আলম ( চাঁন ),
দৈনিক ভোলাটাইমস্: : ভোলায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মাঠে কাজ করছে ভ্রাম্যমান আদালতের ৪টি টিম । এ টিমগুলো ভোলা শহর ও এর আশাপাশের বাজার-ঘাটগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা করছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১ জন কে মোট ৪ হাজার দুই শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও পিয়াস চন্দ্র দাস সদর উপজেলার ঘুইংগারহাট থেকে বাংলা বাজার পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এদের জরিমানা করেন। সেই সাথে সকলকে সামাজিক দুরুত্ব বাজায় রেখে চলাচল করতে বলেন। এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের বিচার শাখার পেশকার গৌতম সিংহ।
এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ, আকিব ওসমান, রায়হানুল ইসলাম, জাহিদুল ইসলাম, জিমরান মো. শায়েখ, নাদিম হোসেন শামিম, মো. শামিম মিয়া ও মো. আবুল হাসনাত এর নেতৃত্বে চারটি টিম শহর ও এর আশপাশের এলাকাগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসময় তারা মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করেন। এবং বাহিরে এলেও সামাজিক দুরুত্ব বাজায় রেখে চলাফেরা করার জন্য বলেন।
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, গত মঙ্গলবার করোনা সন্দেহে জেলার দৌলতখান উপজেলায় ২৫ বছর বয়সী এক যুবককে আইসোলেশনে রেখে তার নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়। তবে যুবকের নমুনা পরীক্ষা করে করোনার কোনো আলামত পাওয়া যায়নি। তাই তাকে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ২৪ ঘন্টায় নতুন ১৪ জনসহ সর্বমোট ৩৮৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে কোয়ান্টোইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৯ জনকে।
অপরদিকে করোনা ভাইরাসের সংক্রামন রোধে প্রতিরোধ মুলক ব্যবস্থা হিসাবে ভোলায় হাসপাতাল, ক্লিনিক, সড়ক ও বিভিন্ন গন-পরিবহনে জীবানুনাশক স্প্রে করেছে ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা। শুক্রবার সকাল থেকে শহরের সদর রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় এ জীবানুনাশন স্প্রে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন করেন তারা।