28 December 2020 , 10:01:18 প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক ॥
অভিনেতা হিসেবেই জনপ্রিয় মীর সাব্বির। নাট্য পরিচালক হিসেবেও সফল তিনি। প্রথমবার সরকারি অনুদানে একটি ছবি নির্মাণ করেছেন। ‘রাত জাগা ফুল’ নামের ছবিটির শুটিংও এরই মধ্যে সম্পন্ন করেছেন মীর সাব্বির।এখন চলছে এর কারিগরি অংশের কাজ। কিছুদিন আগে এ অভিনেতা জানিয়েছিলেন, তার পরিচালিত ছবিটি ডিসেম্বরে মুক্তি দেবেন। কিন্তু সব কাজ শেষ করতে দেরি হয়ে যায়।
তাই সব কিছুই পরিবর্তন করতে হয়েছে তাকে। আগামী মাসের প্রথমার্ধেই ছবিটি সেন্সরে জমা দেবেন এবং আগামী বিশ্ব ভালোবাসা দিবসকে উপলক্ষ করে এটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মীর সাব্বির। তিনি বলেন, ‘করোনার কারণেই মূলত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছি না। তাই মুক্তির পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। ইচ্ছা আছে ফেব্রুয়ারিতেই মুক্তি দেয়ার। এজন্য অভিনয়ের কাজ সংক্ষিপ্ত রেখে ছবির কাজে বেশি সময় দিতে হচ্ছে আমাকে। আশা করছি ছবিটি দর্শকের ভালো লাগবে।’