করোনা কারাগারে ও ছড়িয়ে পড়েছে, আক্রান্ত ২৪ বন্দী

আন্তর্জাতিক ডেস্ক : শিকাগোর কুক কাউন্টি কারাগারে বন্দী থাকা কমপক্ষে ২৪ জনের মধ্যে করোনাভাইরাসের অস্থিত পাওয়া গেছে। অর্থাৎ তারা করোনাভাইরাসে আক্রান্ত। দেশটির শেরিগের অফিসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশটির এই জেলখানায় কমপক্ষে ৪৪০০ বন্দী রয়েছে। এদের মধ্যে ৮৯ লক্ষন দেখায় পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৪ জনের করোনাভাইরাস ধরা পরে। মাত্র ২ জনের টেস্ট নেগেটিভ হয়। এখনও ৬৩ জনেরটা পেন্ডিং রয়েছে।

জেলখানায় থাকা অফিসের কর্মচারীদের এখন করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে চীনের কারাগারে ভাইরাস আক্রমনের খবর পাওয়া গেচে। ইতিমধ্যে আটক জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসের বিস্তার ঠেকাতে ও অহিংস বন্দীদের মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।