স্পোর্টস ডেস্ক॥
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ২৪ সদস্য। আর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেয়া হয়েছে ২০ জনেরপ্রাথমিক স্কোয়াড।২০ সদস্যের টেস্ট স্কোয়াডে নতুন মুখ দুজন। তারা হলেন- ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ।এদের মধ্যে ইয়াসির আলী শ্রীলংকার বিপক্ষে টেস্টের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন। করোনার নিয়ম নিয়ে মতভেদের কারণে সফর স্থগিত করে বিসিবি। যে কারণে অভিষেক ঘটেনি ইয়াসিরের।অন্যদিকে হাসান মাহমুদ এবারই প্রথম টেস্টের প্রাথমিক দলে ডাক পেয়েছেন।
জানা গেছে, প্রাথমিক দলকে দুগ্রুপে ভাগ করে ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স চূড়ান্ত দল বাছাইয়ে ভূমিকা রাখবে। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কপাল খুললে আগামী ৩ ফেব্রুয়ারি সাদা জার্সিতে অভিষেক ঘটবে এ দুই তরুণ তুর্কির। অধিনায়ক মুমিনুল হক সৌরভের নেতৃত্বে এবারের টেস্ট দলে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে পুরনো পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করবেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এদিকে ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দলে জায়গা হয়েছে পেসার শরীফুলের।২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ছয়জন। তারা হলেন- ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।পেসার হিসেবে পুরোনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে রাখা হয়েছে।দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে ১০ জানুয়ারি। ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।
Leave a Reply