লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


লালমোহন প্রতিনিধি:
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলার লালমোহনে ২০ পিচ ইয়াবাসহ মো. তুহিন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার রাতে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই শওকত জামিল, আবুল ইউসুফ ও ছায়েদুর রহমান সঙ্গীয় ফোর্সের মাদক বিরোধী অভিযানে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিশ্বাসের বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত তুহিন লালমোহন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির কালাম মিঝির ছেলে।লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, আটক তুহিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।