ভোলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা পৌরসভার বাপ্তা ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক হয়েছে। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে গত ০৫ জানুয়ারি দিবাগত রাত ০১.১০ ঘটিকার সময় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউপি ৫নং ওয়ার্ড এলাকা হইতে ১৫০+২০= ১৭০ (একশত সত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী

১৷ মোঃ শাকিল @ সাইফুল @ শাহ জালাল (২০), পিতা- কামাল উদ্দিন সাং- দক্ষিন চরনোয়াবাদ ৫নং ওয়ার্ড, ২। মোঃ নুরুজ্জামান শুভ (২১), পিতা- মোঃ সেলিম হাং, সাং- চর চিফলী ২নং ওয়ার্ড, উভয় থানা ও জেলা ভোলাদ্বয়কে গ্রেফতার করেন। মাদক আইনে মামলা হয়েছে।