ডিবির এসআই শান্তনুর জালে মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিবেদক,

দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশক্রমে মাদকবিরোধী যে অভিযান অব্যাহত ছিল তারই ধারাবাহিকতায় ভোলা জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই শান্তনু দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে ২৯-০৩-২০২০ তারিখ রোজ শনিবার দুপুর ০২:৪০ ঘটিকায় আলীনগর ০১ নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যবসায়ী মোঃ সবুজ (৩৫), পিতা- মোঃ ফারুক কে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ আটক করে । মাদক ব্যবসায়ী মোঃ সবুজের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেন ডিবির এসআই শান্তনু দেবনাথ,তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে পুরো জাতি যখন দিশেহারা মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা নির্ভয় নির্দ্বিধায় চালানোর চিন্তা করছে । দেশ ও দেশের মানুষ যতটা করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ঠিক ততটাই মাদক নিয়েও আতঙ্কিত সুতরাং মাদকের বিষয়ে কোন রকম ছাড় দেয়া হবে না ।