ভোলার দৌলতখানে একদল কিশোর মানবতার সেবায় মাঠে নেমেছে

দৌলতখান প্রতিনিধি,

দৈনিক ভোলাটাইমস্ : : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,পুরো দেশ যখন কলনা ভাইরাসের আতঙ্কে দিশেহারা ঠিক তখন ভোলার দৌলতখান উপজেলার গ্রীনাআই নামক একটি সংগঠন মাননবতার সেবায় সেচ্ছায় এগিয়ে এগিয়ে আসে একদল কিশোর, আজ (২৯ মার্চ) সকালে দৌলতখান বাজারে দক্ষিণ মাথায় থেকে উত্তর মাথা পযন্ত শুধুমাত্র নিজস্ব উদ্যোগে নিজস্ব ফান্ড এর মাধ্যমে সামজিক জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে একদল কিশোর । প্রায় দের কিলোমিটার বাজার জীবানু নাশক স্প্রে ও করোনা ভাইরাস সচেতনতায় ৩ ফিট দুরত্ব বজায় রেখে বিত্ত একে দেন, পরে তারা বলেন সমাজের বিত্তশালীরা যদি আমাদের একটু সহযোগিতা করেন তবে আমাদের সেবামূলক কার্যক্রম আরো বাড়াতে পাড়বো তাদের এই মহান উদ্যোগ এবং মহানুভব এটাই প্রমান করে যে মানবতা এখনও মরে যায়নি, আমাদের প্রত্যেকের মাঝেই মানবতা বিরাজমান রয়েছে প্রয়োজন হচ্ছে সবাইকে একটু এগিয়ে এসে এই সেবা মুলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং এই সেবামুলক কর্মকান্ডে সহযোগিতা করা।