ভোলার যুব সমাজকে ভয়াল মাদকের গ্রাস থেকে রক্ষা করতে বধ্য পরিকর ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার । তারই প্রতিফলন দেখা যায় পুরো জেলায় পুলিশের মাদক বিরোধী কম্বাইন অপারেশনে । পুলিশের বিশেষ শাখা গোয়েন্দার সংস্থার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে যে বিশেষ কম্বাইন অপারেশন অব্যাহত রয়েছে সেই ধারাকে আরো গতিশীল করতে ভোলার প্রতিটি থানার ওসিরাও একত্রিত হয়ে মাঠে কাজ করছে ।
এর আগে পুরো জেলায় এই ধরনের কম্বাইন মাদক বিরোধী অভিযান দেখা যায়নি । ভোলা জেলার সর্বস্থরের জনগনের মনে এ যেন এক স্বস্তির নিঃশ্বাস । এরই ধারাবাহিকতায় আজ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা ও গাজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা, ভোলা এর সার্বিক তত্বাবধায়নে এস আই (নিঃ) মোঃ রেজাউল করিম, সংগীয় অফিসার ও ফোর্স, বোরহানউদ্দিন থানা, ভোলা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১৭ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় বোরহানউদ্দিন থানাধীন চকডোষ ০৭নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ মোশারেফ হোসেন এর বসত ঘরের মধ্য হইতে আসামী ১। মোঃ সবুজ (১৯), পিতা- মোঃ মোশারেফ হোসেন, ২। মোঃ শাকিল (২৫), পিতা- মোঃ তোফায়েল, উভয় সাং- চকডোষ ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ১০ (দশ) পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫(পচিশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
এবং গত ১৬ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ রাত্র ১০:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলায় কর্মরত এসআই (নিঃ) মানিক লাল হালদার ও সংগীয় অফিসার ফোর্স বোরহানউদ্দিন থানাধীন ফুলকাচিয়া ০৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১৷ মোঃ সুমন (১৭), পিতা- মোঃ বুলু, ২৷ মোঃ শাহিন হাওলাদার (২২), পিতা- মোঃ আলম, উভয় সাং- ফুলকাচিয়া ০৪ ওয়ার্ড, থানা বোরহানউদ্দিন, জেলা ভোলাকে গ্রেফতার করেন। মাদক মামলা প্রক্রিয়াধীন।
ওইদিনেই ভোলা সদর থানায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ করেছে পুলিশ। ইলিশা তদন্ত কেন্দ্রের সাধারন ডায়রী নং-৪২২, গত ১৬ জানুয়ারী ইং মোতাবেক অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন এসআই রণজিৎ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা থানার খেয়াঘাট এলাকায় অবস্থানকালে গত ১৬ জানুয়ারী রাত্র ১১:২০ ঘটিকায় গোপন সূত্রে ভোালা সদর মডেল থানার চরসামাইয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ চৌরাস্তার রতন সরকারের চায়ের দোকানের সামনে পাকা রস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়া অবস্থান করিতেছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্র ১১:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছামাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি দৌড়াইয়া পালানাের সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ধৃত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদেরসহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশিকালে ধৃত আসামী মোঃ রুবেল আকন (৩২) তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০(একশত) গ্রাম কথিত (মাদকদ্রব্য) গাঁজা, যাহার মূল্য অনুমান ৫০০০/-(পাঁচ হাজার) টাকা তাহার নিজ হাতে বাহির করিয়া দিলে গত ১৬ জানুয়ারী রাত্র ১১:৪০ ঘটিকার সময় আমার ব্যবহৃত টর্চের আলোতে ও দোকানের পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামী উপরোক্ত নেশাজাতীয় মাদকদ্রব্য কথিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলিয়া স্বীকার করে। ধৃত আসামী অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত গাঁজা- বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণীর ১৯(ক) ধারার অপরাধ করায় এসআই রণজিৎ সরকার বাদী হইয়া ধৃত আসামী মোঃ রুবেল আকন (৩২) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করিলে বর্ণিত আইনে উক্ত আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। উদ্ধারকৃত আলামত :১০০(একশত) গ্রাম কথিত (মাদকদ্রব্য) গাঁজা, যাহার মূল্য অনুমান ৫০০০/-(পাঁচ হাজার) টাকা গ্রেফতারকৃত আসামী : মোাঃ রুবেল আকন (৩২), পিতা-শহিদুল ইসলাম সেন্টু আকন,সাং-চর চটকিমারা, ০৭নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা। অভিযান পরিচালনাকারী টিমের নাম:- এসআই(নিঃ)/রঞ্জিত সরকার, কর্মস্থল ভােলা সদর মডেল থানা, ভোলা সঙ্গীয় এএসআই/মাইনুল হাসান, এএসআই/মোঃ গুলজার হােসেন, কং/৮৮৭ মােঃ মাকসুদুর রহমান, সব কর্মস্থল ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলা। পুলিশের কম্বাইন অপারেশনের এই ধারা অব্যহত থাকবে বলে আশাবাদি ভোলার সর্বস্তরের জনগন।
Leave a Reply