7 April 2020 , 10:46:42 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান,শশীভূষন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা করোনা পরিস্থিতি মোকাবেলায় “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় কর্মহীন ও নিম্ম আয়ের ৪০০ শত অসহায় মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গল (৭ এপ্রিল) সকাল ১০টায় শশীভূষন বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হসিনা দেশব্যাপি করোনা পরিস্থিতি মোকাবেলায় যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা সকলকে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করার আহবান জানান। তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড় অনেক দেশের মানুষ আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। এমন পরিস্থিতিতে আমরাও মুক্ত নই। তাই সকলেই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যতদিন এই করোনার প্রাদুর্ভাব থাকবে, ততদিন মাননীয় প্রধানমন্ত্রী যেসব কার্যক্রম রয়েছে তার পাশাপাশি চরফ্যাসন-মনপুরার অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভি.পি, চরফ্যাসন পৌরসভা মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, শশীভূষন থানা আওয়ামিলীগ সভাপতি ইব্রাহিম মিয়া,শশীভূষন থানা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও ১১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম পন্ডিত,এওয়াজপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুস সালাম পাটয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম খোকন সহ প্রমুখ।