27 January 2021 , 9:45:55 প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক ॥
আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড রিবানার শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি হোটেল লা মেরিডিয়ানে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়। এর ফলে পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করবেন পূর্ণিমা।এই চিত্রনায়িকা জানান, তিনি নিজেও অর্গানিক এই ব্র্যান্ডটি ব্যবহার করতেন। সেই থেকে এর সঙ্গে সম্পৃক্ততা। পূর্ণিমার কথায়, ‘আমাদের দেশীয় ব্র্যান্ড বিউটি মার্কেটে এগিয়ে যাচ্ছে।
এটা ভাবতে বেশ ভালো লাগে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আরও ভালো লাগছে।’এদিকে, পূর্ণিমা বর্তমানে গাঙচিল ও জ্যাম নামে দুটি ছবির কাজ করছেন। দুটি ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। আবার দুটিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস।এছাড়া অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ নামে একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন নায়িকা। সেখানে পূর্ণিমার সহশিল্পী চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া।