ত্রাণ দিয়ে ঘরে থাকার শপথ পড়ালেন এমপি শাওন


হাসান পিন্টু,লালমোহন প্রতিনিধি,

দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি করোনাভাইরাসে লালমোহন পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। (৬ এপ্রিল) সকাল ১১টার সময় লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ ত্রাণ সামগ্রী বিতরন করেন।
করোনার মধ্যে যাদের রোজগার নেই, গরিব অসহায় আছেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য দেশের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান।
যেখানে সারা বিশ্বে শতশত মানুষ মারা যাচ্ছে, আসুন সবাই মিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেনত না হলে এই মহামারী রোগ থেকে বাঁচার উপায় নেই। আপনার ঘরে থাকবেন, আপনাদের খাদ্য সামগ্রী শেষ হলে আমি আবরো খাবার আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আ”লীগের সাধারন সম্পাদক, সফিকুল ইসলাম বাদল, উপজেলা আ”লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম হাং, পৌর আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জু তালুকদার, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, উপজেলা স্বেচ্ছাসেবীলীগের সাধারন সম্পাদক তানজিম হাওলাদার প্রমৃখ।