8 April 2020 , 1:10:44 প্রিন্ট সংস্করণ
সাদির হোসেন রাহিম।।
দৈনিক ভোলাটাইমস্ : : সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে অডিও কনফারেন্সের মাধ্যমে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে তিনি এ ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সকল নির্দেশনা পালনের আহবান জানান। তজুমদ্দিনের প্রায় ৫ হাজার কর্মহীন দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান প্রমুখ।