মনপুরায় এমপি জ্যাকব’র পক্ষে আড়াই’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি ॥
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলা-০৪(চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে আড়াই’শ কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শারীরিক দুরত্ব
বজায় রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পক্ষ থেকে এই ত্রাণ বিতরন
করলেন উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অলি
উল্লাহ কাজল।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া বাজার সংলগ্ন
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অসহায়
পরিবারের সবাইকে চাল, ডাল, আলু, তৈল ও সাবান দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কালে দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ
কাজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা ও স্বাস্থ্য বিধি
মেনে সবাই বাড়িতে থাকুন। আমরা আপনাদের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও এমপি জ্যাকব’র ত্রাণ পৌঁছে দেবো।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন
ব্যাপারী।