সীমান্ত হেলাল॥
দৈনিক ভোলা টাইমস্ঃঃ গুরুতর অসুস্থ অবস্থায় এক কোস্টগার্ড কর্মকর্তাকে ভোলার মনপুরা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রোববার (০৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি হেলিকপ্টার অবতরন করে। পরে কোস্টগার্ডের হাই কমান্ডের নির্দেশে অসুস্থ কর্মকর্তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সকালে মনপুরা কোস্টগার্ড কমান্ডের লিডার অব রেডিও অপারেটর জেনারেল মোঃ আবুল হোসেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরে অবস্থার অবনতি দেখে কোস্টগার্ডের হাই কমান্ডের নির্দেশে দুপুরে হেলিকপ্টারযোগে আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ। এসময় উপজেলার হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন। কোস্টগার্ড হাইকমান্ডের এরকম মানবিকতা দেখে উপজেলার হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিড় জমান শতশত উৎসুক জনসাধারন।
উপস্থিত জনতা বলেন, দূর্গম দ্বীপ উপজেলা মনপুরা থেকে একজন কোস্টগার্ড কর্মকর্তাকে হেলিকপ্টারযোগে এভাবে জরুরী ঢাকায় নিয়ে যাওয়াটা এই প্রথম দেখেছি আমরা। এটা মানবিকতার অনন্য উদাহরন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজওয়ানুর আলম জানান, সকালে কোস্টগার্ডের কর্মকর্তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থার অবনতি দেখে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
Leave a Reply