লালমোহন ধলীগৌরনগরে ৩০০ নিম্ন আয়ের শ্রমিক দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

 
 মোঃ ইব্রাহিম আকাশ,

দৈনিক ভোলাটাইমস্ :: ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সহমর্মিতা ও ত্রান কর্মসূচির আলোকে ধলীগৌরনগর ইউনিয়নে দিন মজুর ও নিম্ম আয়ের খেটে খাওয়া শ্রমিকদের ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার ঘোষণা করেন।উল্লেখ সারাদেশের ন্যায় ভোলা লালমোহনে করোনা ভাইরাসের কারনে লক ডাউন হওয়া গৃহে অবস্থানকারী নিম্ন আয়ের ও দীনমুজুর শ্রমিকদেকেবৃহঃবার সকাল থেকে মঙ্গল সিকদার বাজারে তালিকা ভূক্ত ব্যক্তির হাতে, নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী  চাল,ডাল, আলু, পিয়াজ, সয়াবিন তেল ,সাবান ইত্যাদি এমপি শাওনের পক্ষে তাদের হাতে তুলে দেন ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাকসুদুর রহমান হাওলাদার,৮নং ইউপি মেম্বার মৌলভী মোঃ নুরুল ইসলাম। ইউপি মেম্বার ও ধলীগৌর নগর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মান্নান মৃধা প্রমূখ।