ভোলার লালমোহনে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী আত্মসাৎ করলেন এক নেতা

স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস্ : : ভোলার লালমোহনে নসু খা নামের এক নেতা ৫-৬ জন ভিক্ষুকসহ অন্তত ১৫ জন অসচ্ছল দরিদ্র ব্যক্তির ত্রাণ সহায়তার খাদ্য সামগ্রী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন জুয়েল হাওলাদার নামক এক ইউপি সদস্য।মঙ্গলবার উপজেলার ১নং বদরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার অভিযোগকারী জুয়েল হাওলাদার বলেন, গত সোমবার বদরপুর ইউনিয়নে লকডাউনে ঘরবন্দি হয়ে পরা অসচ্ছল ব্যক্তিদের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড পর্যায় থেকে তালিকা জমা নেন ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার। সে অনুযায়ী ৫নং ওয়ার্ডে থেকে ৩০ জনের তালিকা জমা দেয়া হয়। ওই ৩০ জনের তালিকায় মর্জিনা বেগম (৬০), রিজিয়া বেগম (৪০), চন্দ্র ভানু (৪২), ৫-৬ জন ভিক্ষুকের নাম রয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার ভুক্তভোগীরা খাদ্য সামগ্রী নিতে পরিষদে গেলে তাদের মধ্যে ১৫ জন খালী হাতে ফিরে আসে। পরে ভুক্তভোগীদের প্রতিবাদ শুরু হলে জানতে পারি, ৫নং ওয়ার্ডে নাসু খা নামের জনৈক নেতা প্রক্সি দিয়ে ১৫ জনের খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। বিষয়টি জানার পর চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার বঞ্চিত এসব ভুক্তভোগীদের খাদ্য সামগ্রী পুণরায় দেয়ার আশ্বাস দিলে সেখান থেকে বাড়ি ফিরে যান ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত নাসু খা’কে মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার জানান, দরিদ্রদের ত্রাণ সামগ্রী আত্মসাৎকারী নসুখা’র বিচার হবে।