9 April 2020 , 5:22:13 প্রিন্ট সংস্করণ
ভোলাটাইমস্ ডেস্ক ॥ মহামারীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এর মধ্যে ঢাকা সিটিতে রয়েছে সবচেয়ে বেশি। আর বাকি আক্রান্তরা রয়েছেন দেশের অন্যান্ন জেলায়।
অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
যেসব জেলাগুলো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেঃ-
১.ঢাকা ২.চট্টগ্রাম ৩.চুয়াডাঙ্গা ৪. কুমিল্লা ৫.কক্সবাজার ৬.গাইবান্ধা ৭.গাজীপুর ৮.জামালপুর ৯.কেরানীগঞ্জ ১০.কিশোরগঞ্জ ১১. মাদারীপুর ১২.মানিকগঞ্জ ১৩.মৌলভীবাজার ১৪.নারায়াণগঞ্জ ১৫.নরসিংদী ১৬.নিলফামারী ১৭. রাজবাড়ী ১৮.রংপুর ১৯.শরীয়তপুর ২০.শেরপুর ২১.সিলেট ২২.টাঙ্গাইল।
সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০ জন,চিকিৎসাধীন আছে ২৭৬ জন,সুস্হ হয়েছে ৩৩ জন,এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২১ জন ও সব মিলিয়ে দেশে হোম কোয়ারান্টাইনে আছে ১০,৩১৬ জন।
বিশেষ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর একদিনে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২১ জন, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩০ জনে।