স্টাফ রিপোর্টার ॥
দৈনিক ভোলা টাইমস্ ঃঃ ভোলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজারে পুর্ব শত্রুতার জেরে গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে মাঃ নুরুল ইসলাম(৫৫) মোঃ সেলিম(৩৮) মোঃ মাকসুদ(৩২)সহ অজ্ঞাত আরো ১০- ১২ জনের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারী আনুমানিক সকাল ৮ ঘটিকায় সাচিয়া ৬ নং ওয়ার্ড তালতলী বাজারের নরুল হকের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে । এব্যপারে ওমেরা গ্যাসের ডিলার ও গাড়ির মালিক অভিযোক করে বলেন, আমার ড্রাইবার গাড়িতে গ্যাস বোজাই করে দৌলতখানের উদ্দেশ্যে রওনা করে ।
এমতবস্থায় নরুল হকের চায়ের দোকানের সামনে গাড়ির গিয়ার ফেসে গিয়ে চায়ের দোকানের সাথে ধাক্কা লাগে । এতে দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এবং সাধারন কিছু কাস্টমার আগাত পায়। তারপর আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সাধারন ট্রিডমেন্ট করে দেই। ট্রিডমেন্ট করতে আমার দু ঘন্টা সময় লেগে যায় । দু ঘন্টা পর এসেও আমি গাড়ি অক্ষত অবস্থায় দেখতে পাই। এমতবস্থায় পুর্ব শত্রুতার জের ধরে মোঃ নুরুল ইসলাম (৫৫), মোঃ সেলিম (৩৮) মোঃ মাকসুদ (৩২) অজ্ঞাত আরো ১০-১২ জন লোকজন জরো করে হঠাৎ আমার গাড়ি ভাংচুর করে এবং গাড়ির ড্রাইবার হেলপারকে ব্যাপক মারধর করে এবং তাদের কাছে গাড়ি ডিডি করার জন্য থাকা ২ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় সাবেক মেম্বার মোঃ মিজানুর রহমান, বর্তমান আলীনগর ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাকসুদ সিকদার, আলীনগর ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাকসুদ ফরাজি এবং উত্তর জয়নগরের ১ নং ওয়ার্ডের বর্তমান সোহাগ মেম্বার কে বিচার দিলে তারা আসামীদের ডাকলে তাদরে কয়েকজন আসে বাকিরা তাদের ডাকের পাত্তা দেয়নি।
তখন মেম্বাররা আমাকে দোকান ক্ষতির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। আমি নগদ ১০ হাজার টাকা দিয়ে আসি। বাকি ১০ হাজার পরে দেয়ার প্রতিশ্রুতি দেই। বিচারকরা আসামী পক্ষকে গাড়ি ভাংচুরের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১শ ব্যাত নির্ধারন করে। পরে তারা রায় শুনে চলে যায়। এরপর থেকে বিচারকদের কাছ থেকে জরিমানার ১ লক্ষ টাকা ও পুর্ব নির্ধারিত ১শত ব্যাত কর্যকর করার জন্য যাওয়া আসা করলে তারা বলেন আসামীদের খুজে পাচ্ছি না । অথচ আসামীরা দিনে লুকোচুরি করে থাকলেও রাতে দলবদ্ধ ভাবে অহরহ চলাচল করে ।
Leave a Reply