স্পোর্টস ডেস্ক॥
এবারের মৌসুমে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা।দুর্দান্ত জয়ের পরই হারের মুখ দেখছে কাতালান ক্লাবটি। কখনও দলের সেরা তারকা লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য দেখা গেছে, কখনও ছন্দপতন। বুধবার রাতেও মেসি ও তার দলের ছন্দপতনই দেখল ফুটবলবিশ্ব। কোপা দেল রে কাপের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ইয়াসিন বোনোর দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। একবারও সেভিয়ার গোলমুখ খুলতে পারেননি তিনি। যদিও ম্যাচের ১১তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। আঁতোয়া গ্রিজমানের এসিস্টে অফসাইডের ফাঁদ ভেঙে ছয় গজ বক্সের বাইরে বল আনতে সক্ষম হন মেসি। বাঁ পায়ের শট নেন আর্জেন্টাইন খুদেরাজ। কিন্তু দারুণভাকে মেসির সেই প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক বোনো।
এর আট মিনিট পর প্রথম পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি সেভিয়ার কুঁদি। তার কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ২৫তম মিনিটে ঠিকই সফল হন ফরাসি এ ডিফেন্ডার। সামুয়েল উমতিতিকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন কুঁদি।১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া।দ্বিতীয়ার্ধে নেমে ৫৫ মিনিটে ফের বোনোর নৈপুণ্যে ব্যর্থ হন মেসি। ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে শট নেন মেসি। ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মরক্কোর গোলরক্ষক বোনো।মেসি ব্যর্থ হলেও ৮৫তম মিনিটে ঠিকই গোলরক্ষক স্টেগানকে পরাস্ত করেন বার্সার সাবেক তারকা রাকিটিচ। মাঝমাঠের আগে থেকে অলিভের তোরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন রাকিটিচ।
যা সরাসরি প্রবেশ করে বার্সার জালে। ফলে ২-০ তে এগিয়ে যায় সেভিয়া।গত সেপ্টেম্বরে বার্সেলোনা থেকে সেভিয়ায় ফেরেন এই ক্রোয়াট মিডফিল্ডার। যোগ করা সময়ে তৃতীয়বারের মতো মেসির শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক বোনো। মেসির নিচু ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়েন রোনাল্ড কোম্যানের শিষ্যরা। আর বার্সাকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া।এ হারের পরও অবশ্য ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে বার্সার। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে খেলবেন কাতালানরা। ন্যু ক্যাম্পে সে ম্যাচ অবশ্যই জিততে হবে বার্সাকে।
Leave a Reply