9 April 2020 , 5:57:10 প্রিন্ট সংস্করণ
চরফ্যাসন প্রতিনিধি ,
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলার চরফ্যাসনে ৪০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জিকু নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক জাহিদুল ইসলাম জিকু একই গ্রামের মৃতঃ আব্দুল সহিদ সরদারের ছেলে। এবং ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিজনের ভাগ্নে বলে জানাগেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জহিদুল ইসলাম জিকু দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন। এমন খবর পুলিশের কাছে থাকলেও প্রমানের অভাবে তাকে গ্রেফতার করতে পারেনি। বুধবার রাতে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. পনির খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন। চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃ যুবক জাহিদুল ইসলাম জিকুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।