চরফ্যাশনে লুৎফুর দেওয়ান সিন্ডিকেটের প্রায় ৩০ লক্ষ টাকার ছিংড়ির মাছের রেনু পোনা অবমুক্ত

বিশেষ প্রতিনিধি,

দৈনিক ভোলা টাইমস্::চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুইস গেট নামক স্থানে রাত ৮.০০ টার সময় লুৎফর দেওয়ানের রেনুর আড়ৎ এ অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষাধিক বাগদা চিংড়ির রেণু পোনা অবমুক্ত করেন চরফ্যাশন উপজেলার দক্ষ নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরেই রেনুর ব্যাবসা পরিচালনা করছেন লুৎফর দেওয়ানের নেতৃত্বে।
আজকে আমি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনুগুলো অবমুক্ত করতে সক্ষম হয়েছি।