রাহুল সাহা,
দৈনিক ভোলা টাইমস্:: ভোলা পৌরসভার নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে ভোলা পৌরসভার অফিসে নতুন কার্ডের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। স্মার্ট কার্ড হাতে পায়ে উচ্ছ্বসিত নতুম ভোটার’রা। ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হওয়া ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। শুরুতে পৌরসভা এলাকায় এ কার্ড বিতরণ করা হলেও পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্যাম্প করে কার্ড বিতরণ করা হবে। নির্বাচন অফিস সূএে আরো জানা যায়, যারা বৃহস্পতিবার স্মার্ট কার্ড নিতে পারেন নি তারা পরবর্তীতে জেলা নির্বাচন অফিস থেকে কার্ড নিতে পারবেন। এছাড়াও পুরাতন ভোটারদের মধ্যে যারা এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তাদেরও একই সঙ্গে নির্বাচন অফিস থেকে কার্ড দেওয়া হবে। ২০১৮ সালে সদর উপজেলায় দুই লাখ ৯২ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।
Leave a Reply