ভোলার লালমোহন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, দুই গ্রাম লকডাউন

স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস্ : :ভোলার লালমোহনের চরউমেদ ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জ্বর, কাশি ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়িসহ স্থানীয় দুটি গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পরে নমুনা সংগ্রহ করে তাকে দাফন করা হয়। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান, গত ৫ দিন ধরে আবুল কালাম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াও শ্বাসকষ্টে ভুগছিল। আজ বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা আনার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই উপজেলার চরউমেদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও ৩ নং ওয়ার্ডের কাশ্মীর গ্রাম ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তাকে দাফন করা হয় এদিকে স্থানীয়রা জানান, তার বড় ছেলের বউ গার্মেন্টস কর্মী গত ৭ দিন আগে ঢাকা থেকে লালমোহন নিজ বাড়িতে আসে।