11 April 2020 , 5:46:00 প্রিন্ট সংস্করণ
ভোলা টাইমস ডেস্ক:: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের লাশ ভোলার মাটিকে যেন কলঙ্কিত না করতে পারে তাই ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন ও সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদের নেতৃত্বে কুত্তপ্রত্তালিকা প্রদাহ করে প্রতিবাদ জানায় এসময় উপস্থিথ ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (সাদ্দাম) কলেজ ছাত্রলীগ নেতা আরমান চৌধুরীও আরাফাত চৌধুরী পৌর ছাত্রলীগ নেতা সিয়াম চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন ভোলায় যেমন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আছে তেমনি ভোলাকে কলঙ্কিত করার জন্য খুনি ও নরপিশাচ আছে বীরশ্রেষ্ঠের জন্য আমরা গর্বিত ভোলাবাসী। আমরা চাই না খুনী মাজেদের লাশ ভোলায় আনা হোক। চাই না ভোলাকে কলঙ্কিত করা হোক। ফাঁশি দেওয়ার পর খুনী মাজেদ এর লাশ ভোলায় প্রেরন করলে আমরা ভোলা জেলা ছাত্রলীগ করোনা উপেক্ষা করেই খুনী মাজেদ এর লাশকে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমরা জাতির ইতিহাসের কলঙ্কের অংশীদার হতে আর চাই না।