অসহায়দের খবর পেলেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন সাংবাদিক রাব্বি


লালমোহন প্রতিনিধি,

ভোলা টাইমস:: ভোলার লালমোহনে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন লালমোহন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার রাব্বী। তিনি গোপনে খোঁজ নেন করোনায় গৃহবন্ধি অসহায় মানুষের। যারা না খেয়ে মানবেতর জীবন যাপন করেন তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন সাংবাদিক রাব্বী। তার এই কাজের প্রশংসা করছেন সচেতন মহল। গত কয়েকদিন ধরে গোপনে গোপনে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু ও তৈল বিতরণ করেন রাব্বী।
এব্যাপারে সাংবাদিক আনোয়র রাব্বী বলেন, অনেকের খোঁজ নেয়ার মত কেউ নেই। তাদের ব্যাপারে অনেকে আমাকে মোবাইলে ফোনে জানান। পরে অসহায় এসব মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেই।এই অসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা সত্যিই আমার থেকে ভালো লাগে। কারণ আমি একটি ভালো কাজ করতে পারছি। আমি মনে করি এ
ক্রান্তিকালে সমাজের অসহা