12 April 2020 , 4:31:07 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান ,
ভোলা টাইমস্ :: শশীভূষন প্রতিনিধি জানা যায় ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা উত্তর চর মঙ্গল ৪ নং ওয়ার্ড আজ ১২ (এপ্রিল) রবিবার ইয়াছিন ফরাজীর নতুন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে ।ইয়াছিন ফরাজীর ছেলে মোঃ সিয়াম ফরাজি অভিযোগ করে বলেন, আমাদের নতুন বাড়ির বসত ঘরে আমি একা শুয়ে ছিলাম হঠাত করে আমার চাচা আঃ রব ফরাজি (৩৫) চাচি পিয়ারা বেগম( ৩০) আমার চাচা তো ভাই আরিফ (১৮) সহ সকলে মিলে আমাদের বসত ঘরে হামলা ও ভাংচুর শুরু করে।আমার উপর হামলার ভয়তে আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকি।হামলা শেষে আমাদের নতুন বাড়িতে লাগানো, রেনডি গাছ ১০০ টি, চাম্ভুল গাছ ৭০ টি সুপারি গাছ ৪০ টি,নারিকেল গাছ ৩০ আমড়া গাছ ১০ টি , পিয়ারা গাছ ২৫ টি,তেজপাতা গাছ ৫ টি, কেটে আমাদের কে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়, এ ঘটনায় ইয়াছিন ফরাজির স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে ৩ জন কে আসামি করে শশীভূষন থানা একটি অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় অভিযুক্ত আঃ রব ফরাজির মুঠো ফোনে বার বার ফোন দিলে ও ফোন রিসিব করেননি। শশীভূষন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম জানান ঘটনার সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।