12 April 2020 , 4:38:20 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান শশীভূষন প্রতিনিধি,
ভোলা টাইমস্ :: করোনা আক্রান্ত এলাকা ঢাকা মুন্সিগঞ্জ থেকে ভোলার চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা রসুলপুর ১ নং ওয়ার্ড নিজ বাড়িতে আসা ১ টি পরিবার ও রসুলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ১ টি পরিবার লকডাউন করেছে উপজেলা প্রশাসনের নির্দেশে,১১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম পন্ডিত ও শশীভূষন থানা প্রশাসন,এ লকডাউন ঘোষণা করেন।জানা যায় রসুলপুর ১ নং ওয়ার্ড জয়নাল আবেদীন মাঝির স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন ঢাকা মুন্সি গন্জ অবস্থান রত ছেলের বাসায় থেকে চিকিৎসা শেষে গত ১১/৪/০২০ রাতে মৃত্যু বরন করেন।তার লাশ এলাকায় এনে মাটি দেওয়ার জন্য মুন্সি গন্জ থেকে আশা তার ছেলে এলাকায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিল ও রসুলপুর ৫ নং ওয়ার্ড আমির হোসেন মোল্লার স্ত্রী জাহানারা বেগম প্রচন্ড জ্বর সর্দি ও কাশি নিয়ে মৃত্যু বরন করেন। আমির হোসেন মোল্লার বাড়ির লোকজন বাহিরে ঘুরাঘুরি করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি দল সেখানে গিয়ে আমির হোসেন মোল্লার বাড়ির পরিবারকে লকডাউন ঘোষণা করার পাশাপাশি তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসে নিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাড়িতে গিয়ে ওই ২টি পরিবারকে লকডাউন করে। এসব পরিবারের সদস্যদের আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।