3 March 2021 , 4:42:24 প্রিন্ট সংস্করণ
দৈনিক ভোলা টাইমস্ ঃঃ ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় কাজি ও অনিবন্ধিত বিবাহ সম্পাদনকারীদের জন্য শিশু সুরক্ষা,জেন্ডার সমতা বাল্যবিবাহ নিরোধ আইন ও জাতীয় কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল সুশীলনের উদ্যোগে জেলা প্রশাসক সভা কক্ষে দুইদিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধ আইন ও জাতীয় কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, প্রশিক্ষক মোঃ বোরহানউদ্দিন ভূইয়া,পরিচালক ও পরামর্শ যুগ্ম সচিব,এন আ্ই এল জি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুশীলনের টিম ম্যানেজার মোঃ রকিবুল বাহার, জি এম কবিবুর রহমান,কমিউনিকেশন কো-অর্ডিনেটর ও প্রজেক্ট ম্যানেজার আবু সালেহ,মোঃ শহিদুল ইসলাম সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।