ইলিশায় জমিজমা বিরোধ নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত

দৈনিক ভোলা টাইমস্ ঃঃ ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৪জন আহত হয়েছে। শনিবার দুপুরে ২নং ইলিশা সোনাডগী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায়, সোনাডগী এলাকার রশিদ ফকির ও শেলিম পাটোয়ারীর সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের ৩জন মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশি বৈঠক হয়। সুষ্ঠু ভাবে শালিশে একটি সমাধান দিয়ে শালিশদাররা চলে আসছে হঠাৎ রশিদ ফকিরের নেতৃত্ব তার ছেলে মমিন, মনিরসহ ভাড়াটিয়া ১০/১৫ জন মিলে দা, লাঠি নিয়ে সেলিম পাটোয়ারীর উপর হামলা চালায়।

সেলিম পাটোয়ারীর উপর হামলা থামাতে তার ছেলে কবির হোসেন, শ্যালক বিল্লাল, শালিকা পিয়ারা বেগম এগিয়ে আসলে, তাদের কে পিটিয়ে গুরুত্ব আহত করেন। এদের মধ্যে বিল্লাল ও কবিরের মাথা পেটে যায়। বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। এই বিষয়ে অভিযুক্ত রশিদ ফকিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যাইনি। এই বিষয়ে ভোলা সদর থানায় মামলার প্রস্ততি চলছে জানা গেছে।