লালমোহন প্রতিনিধি
ভোলা টাইমস্ :: ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি মেম্বারের বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে। এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়।এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে।জানা গেছে, একদিন আগে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স্ব-মিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামী করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: সামস্ -উল আলম মিঠু , প্রকাশকঃ মোঃ আলী জিন্নাহ (রাজিব), সম্পাদক: শাকেরা শারমিন।
মুদ্রণ: ইসলামিয়া অফসেট প্রেস, সদর রোড, ভোলা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ওবায়দুল হক কলেজ সংলগ্ন ।আফসার ভিলা আমানত পাড়া ৭ং ওয়ার্ড, ভোলা সদর ভোলা ।
ফোনঃ 01711469539 Email: news.bholatimes@gmail.com, Web: www.bholatimes24.com
কপিরাইট 2022 © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -দৈনিক ভোলা টাইমস্