13 April 2020 , 4:29:01 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান , শশীভূষন প্রতিনিধি।
ভোলা টাইমস্ :: সারা বিশ্ব ব্যাপী আজ আতঙ্কিত করোনা ভাইরাস নামের এক মহামারীতে। বাংলাদেশ ও আজ ঝুঁকিপূর্ণ। আর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শশীভূষনের মানুষকে সরকারি নিদর্শনা অনুযায়ী ঘরে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ ১৩( এপ্রিল) সোমবার ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা ১১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম পন্ডিত।লকডাউন কৃত ২ টি বাড়ির ১৩ পরিবারের কাছে ১৫ কেজি চাউল, ৫ কেজি আলু,২ কেজি সোয়াবিন তৈল,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি পিয়াজ,১ টি সাবান, ও ২ কেজি ময়দা সহ চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম পন্ডিত নিজে বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি রসুলপুরের জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে, গতকাল ঢাকা মুন্সি গন্জ থেকে আশা রসুলপুর ১ নং ওয়ার্ড আঃ রসিদ ব্যাপারী বাড়ি ও প্রচন্ড জ্বর সর্দি ও কাশি নিয়ে মৃত্যু বরন করা, রসুলপুর ৫ নং ওয়ার্ড আমির হোসেন মোল্লার বাড়ি লকডাউন ঘোষণা করেন।