ভোলার শশীভূষনে জোর করে জমি দখল করার জন্য হামলা , আহত( ১০)

এইচ এম নোমানঃ-

ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সকাল ১১ ঘটিকার সময় এ হামলার ঘটনা ঘটে। আজ ১৪ (এপ্রিল) সোমবার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মৃত আঃ রহিম মৃধার ছেলে মোঃ আলাউদ্দিন মৃধা অভিযোগ করে বলেন দীর্ঘ( ৪০)বছর যাবত ৩২০ শতাংশ জমি ভোগ দখন করে আসছি। কিছু দিন আগে মৃত হাফিজুর রহমান মিস্ত্রি ছেলে মোঃ আলী আজগর মিস্ত্রি বলেন, আমার জমির মধ্যে তাদের ও জমি আছে, এ বিরোধ সমাধান করার জন্য গত ২৪/৩/০২০ জমি মাপের একটি সিন্ধান্ত হয়, কিন্তুু আজগর মিস্তিরির জমি মাপের আমীন মহামারী করোনা ভাইরাস মোকাবেলার কারনে না আশায় সিমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। এমন অবস্থায় হঠাৎ করে লোক মুখে শুনি আজগর মিস্ত্রি ও তার ছেলে সহ আমাদের জমির পাড়ের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গাছ কাটতে বাধা দিলে, আমাদের উপর ছড়াও হয়ে,আজগর মিস্তিরির সহ পরিবারে, দা চেনি এস এস পাইপ সহ দেশি আস্র নিয়ে আমাদের উপর হামলা করে।হামলায় আমার ছেলে আঃ মাজেদ মৃধা( ৩০) মাকসুদ মৃধা (৩২) চাচাতো ভাই সিরাজ মৃধা (৪০) জাহাঙ্গীর মৃধা( ৩০) ভগনী পতি আঃ মন্নান আখন (৪৯) ভাগিনা মামুন (২৪) বোন আমেনা বেগম (৩৫) ভাগিনা নাঈম (১০) ভাতিজা রাইহান (১০) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল পাঠিয়েছেন। শশীভূষন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ইমারজেন্সি ডিউটি অফিসার ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।