ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথম ধাপে আগামী এপ্রিল মাসের ১১তারিখে বিভিন্ন উপজেলাসহ চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ হবে। এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ফের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রথম ধাপের আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভা শেষে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা ৫ ইউনিয়ন সহ এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রভাষক মাহাবুব আলম খোকন এর নাম প্রকাশ করা হয়।
গত -নির্বাচনে মো.মাহাবুব আলম খোকন আওয়ামী লীগের মনোনয়ন পান এবং এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রভাষক মাহাবুব আলম খোকন চেয়ারম্যানপদে দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্বাগত জানিয়ে তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার কথা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দরা। প্রভাষক মাহাবুব আলম খোকন সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আগামী এপ্রিল মাসের ১১তারিখে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে ভোটাররা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন।
প্রভাষক মাহবুব আলম খোকন বলেন আমাকে পুনরায় এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীও মনোনয়ন দেওয়ায়। মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের বিভিন্ন সদস্যবৃন্দসহ আমার প্রাণপ্রিয় নেতা ভোলার ৪আসনের সংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আব্দুলা আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন।