ভোলার লালমোহনে আ.লীগ নেতার চালের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২০ হাজার ৫০০ টাকা জরিমানা ।

লালমোহন প্রতিনিধি,
ভোলা টাইমস্ :: ভোলার লালমোহন উপজেলায় ৪০ মেট্রিক টন চালের বস্তা বদলের অপরাধে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের গোডাউনে অভিযান চালানো হয়েছে। এ সময়, বস্তা বদল ও সরকারি বস্তা রাখার অভিযোগে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ই এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ভোক্তা অধিকার আইনে ওই অর্থদণ্ড প্রদান করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার বিকেলে গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন উপজেলার ওয়াষ্টেন পাড়া এলাকায় বিআরডিবির ভাড়া দেয়া একটি গোডাউনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

ওসি আরও জানান, তারা গিয়ে দেখতে পান ওই গুদামে কুয়াকাটা থেকে আনা একটি মিলের চালের প্যাকেট থেকে নুরজাহান নামের একটি চালের বস্তায় বদলানো হচ্ছিলো। এছাড়াও ওই গোডাউনে সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালের বস্তা পাল্টানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও সরকারি বস্তা গোডাউনে থাকা এবং সরকারি আদেশ অমান্য করায় আরো ৫শ’ টকাসহ মোট ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

স্থানীয়রা জানান, ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ী এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন।

এদিকে, প্রভাবশালী ওই চাল ব্যাবসায়ীর গোডাউনে অভিযান চালানো হলেও সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় সংবাদকর্মীদের বিরুদ্ধে।