ভোলার শশীভূষনে জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা আহত-৫

শশীভূষন প্রতিনিধি।

দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষন থানা হাজারী গন্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড সন্ধা ৭ ঘটিকার সময় এ হামলার ঘটনা ঘটে। আজ ১৫ (এপ্রিল) বুধবার হাজারী গন্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড আহত আকবরের মা অভিযোগ করে বলেন, কবির (৩০) শাহিন (২৫) সুমন (২০) সর্ব পিতা আঃ মালেক সর্দার ও তুহিন পিতা জসিম সর্দার।সর্ব সাং হাজারী গন্জ ১ নং ওয়ার্ডের।জুয়া খেলার সময় আমার ছেলে আকবর প্রতিবাদ করে। প্রতিবাদ করায়, সবাই মিলে আমার ছেলে আকবরের উপর হামলা করে, আমি সেখান থেকে আমার ছেলে আকবর কে উদ্ধার করে তাদের বাবা মায়ের কাছে নিয়ে আগাতের চিহ্ন দেখাই,এবং তাদের কাছে বিছার দাবি করি। বিছার না করলে থানায় মামলা করবো বললে তারা সকলেই আমি এবং আমার ছেলে আকবরের উপর আবারও হামলা করে। আমাদের উদ্ধার করতে আমার পরিবারের লোকজন আসলে তাদের উপর ও হামলা করে আহত করে। হামলায় ইসমাইল( ৪০) বেলাল (৩০) রুবেল (২৫) আমেনা (৪০) আকবার (১৫) আহত হয় আহতদের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমিক চিকিৎসা শেষে চরফ্যাশন হসপিটালে ভর্তি করেন। এ বিষয় স্থানীয় শশীভূষন থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয় প্রধান হামলা কারী কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে খুজে পাওয়া যায়নি এ বিষয় শশীভূষন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।