16 April 2020 , 8:43:07 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান, শশীভূষন প্রতিনিধি।
দৈনিক ভোলাটাইমস্ঃঃ বর্তমানে নভেল করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। সারাবিশ্বে এখন সুধু সারি সারি লাসের মিছিল। বাংলাদেশেও দিনদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সরকার ঘোষিত লঘডাউনে নিম্ন মধ্যবিত্ত পরিবার চরম বিপাকে পরছে। এসব নিম্ন মধ্যবিত্ত পরিবারের সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংঘটন সাহায্যের হাত বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় শশীভূষনের স্থানীয় সেচ্ছাসেবী সংঘটনের ব্যানারে একযাক উদীয়মান তরুনরা গত কয়েকদিনে শশীভূষনের এওয়াজপুর, রসুলপুর, জাহানপুর ও থানা সদরস্থ শশীভূষন বাজারের আশেপাশে সাধারন নিম্ন মধ্যবিত্ত ৩০০ শত জনের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই সংঘটনের অন্যতম সদ্স্য ডিপ্লোমা চিকিৎসক অালামিন জানান আশারাখি আগামীকাল বুধবার আরও ২০০ শত পরিবারের মাঝে এ ত্রান বিতরন করবো এবং ভবিষ্যতেও অামাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।