16 April 2020 , 11:26:10 প্রিন্ট সংস্করণ
সীমান্ত হেলাল।।
ভোলার মনপুরায় কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে সদর হাসপাতালে মাস্ক, গ্লাভ্স ও পিপিই দেয়া হয়েছে। কোস্ট ট্রাস্টের মনপুরা শাখা ম্যানেজার মোঃ কামরুজামান এই স্বাস্থ্য উপকরন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ’র হাতে তুলে দেন।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শত মাস্ক, ৪ শত গ্লাভ্স ও পিপিই হস্তান্তর করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের মনপুরা শাখা হিসাব রক্ষক জাকির হোসেন ও গণমাধ্যমকর্মিরা।