
ভোলার শশীভূষণে(৪৫)পিচ ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে শশীভূষন থানা পুলিশ।
ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার হাজারী গন্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড থেকে (৪৫)পিচ ইয়াবা সহ আঃ বারেক গোলদার (৪৫) নামের এক যুবককে আটক করেছে শশীভূষন থানা পুলিশ।
শনিবার(১৮ এপ্রিল) দুপুর ১ টার সময় চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারী গন্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড জাকির হোসেনের মোদি দোকানের পশ্চিম পাশে ফাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আঃ বারেক গোলদার চরফ্যাশন থানার মেয়াজানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আঃ আজিজ গোলদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এস আই কমলেশের নেতৃত্বে এস আই রাজিবুল আলম, এএসআই দুলাল হোসেন সহ,হাজারী গন্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আঃ বারেক গোলদার নামের এক যুবক কে (৪৫)পিচ ইয়াবা সহ আটক করে।
শশীভূষন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আঃ বারেক গোলদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।